জিডিপি নিয়ে মোদিকে কটাক্ষ রাহুল-অভিষেকের
মাথা পিছু জিডিপি-র নিরিখে বাংলাদেশও ভারতকে টেক্কা দিচ্ছে। ভারতীয় অর্থনীতি ছদ্মরূপ ধারণ করেছে। নরেন্দ্র মোদীজির ৫ ট্রিলিয়ান ভারতীয় অর্থনীতির স্বপ্নে এই পূর্বাভাস পুনরুত্থান নয়, বিপুল পতনের। প্রসঙ্গত, আইএমএফ-এর তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, চলতি আর্থিক বছরে ভারতের মোট জাতীয় উৎপাদন কমবে ১০.৩ শতাংশ। করোনা অতিমহামারীর ফলে যে দেশগুলির বাজার সবেচেয়ে বেশি সংকুচিত হবে, ভারত তার অন্যতম। আগামীদিনে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতের থেকে বেশি হবে। বুধবার এই বিষয়ে টুইট করে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুনঃ সোপিয়ান থেকে ধৃত ৩ মাদ্রাসা শিক্ষক অন্যদিকে , এদিন এই একই বিষয় নিয়ে টুইট করে রাহুল গান্ধী বলেন , যে ছয় বছর ধরে যে ঘৃণা মিশ্রিত সাংস্কৃতিক জাতীয়তাবাদের রাজনীতি চালাচ্ছে বিজেপি, তারই কৃতিত্ব এই ফলাফল। রাহুল গান্ধী টুইট করার পাশাপাশি জিডিপি নিয়ে একটি গ্রাফও পোস্ট করেন।